ডেস্ক নিউজ: বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, মাসুদ বিশ্বাস তার নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার স্ত্রী কামরুন নাহারের নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গত অক্টোবরে দুদক মাসুদ বিশ্বাসের সম্পদের তথ্য সংগ্রহে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ ১১টি দেশে চিঠি পাঠায়। পাশাপাশি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে তাদের নামে থাকা জমি ও ফ্ল্যাটের তথ্য যাচাই করা হবে বলে জানিয়েছে দুদক।

দুদকের মহাপরিচালক বলেন, “বিএফআইইউর সাবেক প্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

বনানীর বিতর্কিত মডেল আসমার প্রতারণা: জড়াল ব্যবসায়ীর পিএস-এর নাম

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে বসবাসকারী আসমা আক্তার ওরফে জেসমিন জুই,…

মাদক কান্ডে জড়িয়ে যাচ্ছে তারকাদের নাম, ধরাছোঁয়ার বাইরে অনেকেই

ডেস্ক নিউজ: দেশের শোবিজ অঙ্গনে মাদকসংশ্লিষ্টতা নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।…

শেখ পরিবারের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং…

এস আলম গ্রুপের আট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ, অর্থ পাচারের অভিযোগে দুদকের চিঠি

ডেস্ক নিউজ: দুর্নীতি দমন কমিশন (দুদক) এস আলম গ্রুপের বন্ধ ঘোষণা করা…