ডেস্ক নিউজ: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতকে দেশ পরিচালনার সুযোগ দিলে দুর্নীতি বন্ধ হবে। শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম এলাকার গোলারটেক ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আগামী নির্বাচনে জামায়াতকে জয়ী করার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, “দেশের স্টিয়ারিংটা ভালো মানুষের হাতে তুলে দিন। ৫৩ বছরের ব্যর্থতার কারণ দুর্নীতিবাজ নেতারা। আমরা ক্ষমতায় গেলে সবাই যোগ্যতার ভিত্তিতে মূল্যায়িত হবে, দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়।”

তিনি আরও বলেন, “আমরা যুবসমাজকে দক্ষ করে তুলতে কারিগরি প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার ও ব্যাংক প্রতিষ্ঠা করছি। অন্যদিকে, কিছু রাজনৈতিক দল যুবকদের অস্ত্র ও মাদক তুলে দিচ্ছে, যা তাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”

ছাত্রদের ভূমিকা নিয়ে জামায়াত নেতা বলেন, “ছাত্ররা নতুন করে দেশের স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। কিছু দল তাদের কটাক্ষ করলেও তারা দেশের ভবিষ্যৎ। সংকীর্ণ রাজনীতি মানুষ বর্জন করেছে। আওয়ামী লীগ মার্কা রাজনীতি আর চলবে না।”

সেলিম উদ্দিন দাবি করেন, জামায়াত কোনো পক্ষের জন্য আতঙ্ক নয়। “আমরা অপরাধীদের জাহান্নামে পাঠাব না; বরং তাদের দেশের জন্য উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলব,” বলেন তিনি।

সম্মেলনে সেলিম উদ্দিন আরও অভিযোগ করেন, দেশের প্রশাসন এখনও স্বৈরাচারের অনুসারীদের দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, যা অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

এস আলমের মেয়ের জামাই বেলালের টাকা পাচারকারী! কে এই মাহতাব?

ঢাকা: ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর, একে একে বেরিয়ে আসতে থাকে…

বনানীর বিতর্কিত মডেল আসমার প্রতারণা: জড়াল ব্যবসায়ীর পিএস-এর নাম

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে বসবাসকারী আসমা আক্তার ওরফে জেসমিন জুই,…

মাদক কান্ডে জড়িয়ে যাচ্ছে তারকাদের নাম, ধরাছোঁয়ার বাইরে অনেকেই

ডেস্ক নিউজ: দেশের শোবিজ অঙ্গনে মাদকসংশ্লিষ্টতা নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।…

সাবেক চসিক মেয়রের ছায়া পিএস ‘রায়হান ইউসুফ’ শত কোটি টাকার মালিক!

চট্টগ্রাম: দুর্নীতির নতুন সংজ্ঞা তৈরি করে সাবেক মেয়র আ জ ম নাছির…